গণপূর্ত বিভাগের বহিভূক্ত ভবন সমূহে জরুরী অভিযোগ নিরসন কাজ অভিযোগ প্রাপ্তির পর পরই নিরসন করা হয় যেমন- জরুরী পানি সরবরাহকরণ, বিদ্যুতের অভিযোগ নিরসন করণ কাজ।
গণপূর্ত বিভাগের বহিভূক্ত ভবন সমূহের জরুরী মেরামত কাজ যেমন-জানালা দরজার চৌকাঠ মেরামত, পানির লাইনের ট্যাপ পরিবর্তনসহ পয়ঃ প্রণালী কাজ, বৈদ্যুতিক সুইচ, সকেট পরিবর্তন, ফ্যান মেরামতসহ অন্যান্য প্রয়োজনীয় মেরামতকরণ কাজ অভিযোগ প্রাপ্তির ০৭(সাত) দিনের মধ্যে নিরসন করা হয়।
গণপূর্ত বিভাগের বহিভূক্ত ভবন সমূহের জরুরী মেরামত কাজ যেমন-ভবনের প্লাষ্টার, চুনকাম করণ, হাইজেনিক ওয়াশ, জানালা, দরজার গ্রীলের রংকরণ পয়ঃ প্রণালী কাজ, জরুরী বৈদ্যুতিক মেরামতকরণ কাজ প্রয়োজন সাপেক্ষে প্রতি বৎসর সম্পন্ন করা হয়।
গণপূর্ত বিভাগের বহিভূক্ত নয় এমন ভবন সমূহের জরুরী মেরামত কাজ যেমন-ভবনের প্লাষ্টার, চুনকাম করণ, হাইজেনিক ওয়াশ, জানালা, দরজার গ্রীলের রংকরণ পয়ঃ প্রণালী কাজ, জরুরী বৈদ্যুতিক মেরামতকরণ কাজ প্রয়োজনীয় প্রাক্কলন প্রস্ত্তত পূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ অধিদপ্তরের নিকট অর্থ বরাদ্দের জন্য প্রেরণ করা হয়। অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মেরামত কাজ সম্পন্ন করা হয়।