গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের অধীনস্ত গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশে নির্মান অঙ্গনের পথিকৃত। প্রায় দুই শত বছর ধরে পিডব্লিউডি দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় মান নির্ধারণ করে আসছে। এটি সরকারী নির্মান প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্বশাসিত সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়নেও এর ভূমিকা রয়েছে। গণপূর্ত বিভাগের একটি দক্ষ ও অভিজ্ঞ জনবল রয়েছে, যাদের মাঝে আছেন সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা। এছাড়া স্থাপত্য অধিদপ্তরের স্থপতিরা এদের সাথে পাশাপাশি কাজ করে থাকেন। বছরের পর বছর ধরে গড়ে উঠা পেশাদারিত্ব ও কাজের সুউচ্চ মান পিডব্লিউডির অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেছে। তাই যেকোনো নির্মান প্রকল্পের জন্য পিডব্লিউডি-ই সবার প্রথম পছন্দ। সরকারী নির্মান সংস্থা ছাড়াও এটা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে দেশের নির্মান শিল্পে নিয়ন্ত্রকের ভুমিকা পালন করে। বাংলাদেশ সরকারের রুলস অব বিজনেজ অনুযায়ী অধিকাংশ মন্ত্রনালয় ও তাদের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহে পাবলিক তহবিল ব্যয়ে বিভিন্ন ভবন ও সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণ কাজে গণপূর্ত অধিদপ্তর দায়িত্বপ্রাপ্ত। কেবল সরকারী দায়িত্বের খাতিরে নয়, নির্মাণ খাতে অদ্বিতীয় মানদন্ডের বলেই গণপূর্ত অধিদপ্তর আজ একটি নির্ভরতার নাম।
গাইবান্ধা গণপূর্ত বিভাগ ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অত্র কার্যালয়ের তত্ত্বাবধানে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারী স্থাপনা যেমনঃ জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন, জেলা ও দায়রা জজের কার্যালয় ও বাসভবন, জেলা পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন, সিভিল সার্জনের কার্যালয় ও বাসভবন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও বাসভবন, সার্কিট হাউজ, সদর হসপিটাল, গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় থানা ভবন, জেলা কারাগার ভবন, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস ভবন, বিভিন্ন থানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন ইত্যাদি নির্মিত হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের সরকারের চলমান উন্নয়ন মহাযজ্ঞের অংশ হিসেবে বর্তমানে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে গাইবান্ধা জেলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরন কাজ, সাঘাটায় সাব-রেজিস্টার অফিস ভবন নির্মাণ, গোবিন্দগঞ্জে সাব-রেজিস্টার অফিস ভবন নির্মাণ, গাইবান্ধা জেলায় শ্রম কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজ, পুলিশ সুপারের কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারন কাজ, গাইবান্ধায় সদর পুলিশ ফাড়ী নির্মাণ কাজ, গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশ আউটপোস্ট নির্মাণ কাজ, গাইবান্ধা পুলিশ লাইনে মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ কাজ, সাদুল্ল্যাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ, জেলা কারাগারের মহিলা কারারক্ষীদের আবাসন ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারন কাজ, গাইবান্ধায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারন কাজ, জেলা আনসার ও ভিডিপি ব্যারাকের ভৌত সুবিধাদি বৃদ্ধির জন্য নতুন ভবন নির্মাণ সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ কাজ চলছে। এছাড়াও গণপূর্ত বিভাগ, গাইবান্ধা জেলার বিভিন্ন সরকারী অফিস ও সরকারী বাসভবনসনূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস